বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবারের পর বুধবারও তলব করল সিবিআই (CBI)। 'নির্বাচন পরবর্তী হিংসা' মামলায় মঙ্গলবার অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সূত্র জানিয়েছে, বুধবার তাঁকে তলব করা হয়েছে গরু পাচার মামলায়। যদিও, মঙ্গলবারের মতোই বুধবারেও শারীরিক অসুস্থতার কারণে সিবিআই দফতরে (CBI) হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে পারেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাঁর আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (CBI) অনুব্রত'র অসুস্থতার খবর জানিয়ে দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলা, নিহত ১৮ শিশু-সহ ২১
প্রসঙ্গত, এসএসকেএম উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) অন্তত ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেই কথাই অনুব্রত'র আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলবেন বলে জানা গিয়েছে।
তবে হাজিরা এড়ালেও সিবিআইয়ের (CBI) 'হাত' থেকে সহজে ছাড় পাচ্ছেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অনুব্রত'র আয়ের হিসেব আয়কর দফতরের কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই। এছাড়াও, চাওয়া হয়েছে পরেশ অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায়ের আয়ের হিসাবও। এই তিন নেতার কাছে সিবিআই (CBI) আগেই তাঁদের আয়ের নথি চেয়ে পাঠিয়েছিল। বেশ কিছু নথি জমাও দেন তাঁরা। সূত্রের খবর, এই দুই নথি মিলিয়ে দেখার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ। তাঁদের আয় সংক্রান্ত নথিতে অসঙ্গতি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে চাইছে সিবিআই।