অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির বিপুল সম্পত্তির উৎস খুঁজতে কার্যত নাজেহাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরু পাচারের অবৈধ টাকায় কেনা হয়েছে সব সম্পত্তি। কারণ তিনি শুধু অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব রাখতেন এমনটা নয়।
মণীশ হিসেবরক্ষক হওয়ার পর নিজের সম্পত্তি বাড়িয়ে নিয়েছেন কয়েকগুন। এবংসেটা সম্পূর্ণ অবৈধ ভাবে। ইডি সূত্রে খবর, ২০১৬ থেকে ২০২২ মাত্র ৬ বছরে আনুমানিক ১৫ কোটি টাকার সম্পত্তি কিনেছেন গরু পাচার মামালায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারি।
আরও পড়ুন - বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, বরানগরে চাঞ্চল্য