মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। বীরভমের মাড়গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ইমরান শেখ। এনিয়ে খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হল।
রবিবার সকালে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।
উল্লেখ্য শুক্রবার পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। অভিযোগ, রতনপুর গ্রামে ঢোকার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান মূল অভিযুক্ত ইমরান শেখ। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত।
এদিকে দলীয় কর্মীদের কোনও রকম অশান্তির সঙ্গে না জড়ানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রশাসনকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।