মহালয়াতেও প্রবেশ করেছে রাজনীতি, সৌজন্যে মদন মিত্র। রবিবার বিজেপির বিদায় চেয়ে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ সারেন কামারহাটির 'কালারফুল' বিধায়ক। জীবিত মানুষের ছবিতে মালা দিয়ে তর্পণকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। সোমবার সেই প্রসঙ্গ টেনে এনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা ওঁকে পাবলিসিটি দিচ্ছেন।" স্পিকারের কথায়, পাবলিসিটি দেওয়া বন্ধ হলেই আর এসব হবে না।
বাংলায় গেরুয়া রাজনীতির অপমৃত্যু ঘটেছে, এই দাবি নিয়ে বাবুঘাটে তর্পণ সারেন মদন মিত্র। দেখা যায় তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে তর্পণ করেন। যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। যদিও বিতর্কের মুখে মদনের সাফাই, বাংলার রাজনীতিতে বিজেপির অপমৃত্যু ঘটেছে। এরপর তর্পণের জন্যও লোক মিলবে না। তাই তিনি আগাম তর্পণ করে গেলেন বলেও জানান কামারহাটির তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন- International Crime Racket in Kolkata: কলকাতায় আন্তর্জাতিক অপহরণ চক্রের পর্দাফাঁস, আটক ৩ পাণ্ডা
রবিবার একটু বেলা বাড়তেই বাবুঘাটেই দেখা যায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। পরনে তসরের ধুতি, গায়ে ঘিয়ে রংয়ের উড়নি। গঙ্গায় নেমে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ সারেন এই ডাকসাইটে তৃণমূল নেতা।