যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপককে হেনস্থার অভিযোগ তৃণমূলের শিক্ষা বন্ধু সংগঠনের নেতা বিনয় সিং-য়ের বিরুদ্ধে। অভিযোগ রসায়নের বিভাগীয় প্রধানকে অকথ্য গালিগালাজ করে শারীরিক হেনস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার জেরে ফুঁসে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকেরাও। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অন্যান্য অধ্যাপকেরাও।
আরও পড়ুন: উপকূলবাসীর সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর, মেনুতে ভাতের সঙ্গে ওল আর ট্যাংরা মাছের ঝোল
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বিনয় সিং। উল্লেখ্য, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে বিনয় সিং এর নামে। ছাত্রছাত্রী নিগ্রহ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়য়ের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে একাধিকবার বিনয় সিংয়ের অপসারণ চেয়ে আন্দোলনে নেমেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা