আগামী পাঁচই মে রাজ্যে তৃণমূলের (Tmc) তৃতীয়বার সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তি। তার আগে নিজের ফেসবুক পোস্টে ফের এক নতুন বিতর্ক খুঁচিয়ে দিলেন তৃণমূলের অন্যতম যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangsu Bhattachariya)। রবিবার নিজের প্রথম পোস্টে দেবাংশু অভিযোগ করেন, গত এক বছরে তৃণমূলে বেনোজল ঢুকেছে। গঙ্গাজল, ড্রেনের জল সব মিলেমিশে এক হয়ে গিয়েছে। অন্যান্য দল থেকে তৃণমূলে নেতা, কর্মীদের যোগদান পর্বকে দেবাংশু কোনওদিনই ভাল চোখে দেখেননি। বারবার সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সরব হয়েছেন যুবনেতা। রবিবারের পোস্ট তারই একটি সংযোজন। তবে এই পোস্টটি নিয়ে সমালোচনা শুরু হতেই তা মুছে ফেলেন দেবাংশু। পরে অবশ্য তারও ব্যাখ্যা দিয়েছেন।
তা কী ব্যাখা দিলেন দেবাংশু ?
তাঁর ব্যাখ্যা দিয়ে ফের জানান, ”শেষ পোস্টের অর্থ হয়ত ঠিকমতো বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম।” এরপর দেবাংশু আরও লেখেন, ”কর্মীরাই দলের সম্পদ। সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে।” দুটি পোস্টেই তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম উল্লেখ করেছেন।