১০ তারিখ রাজ্য জুড়ে ডিএ'র দাবিতে ডাকা হয়েছিল ধর্মঘট। যাতে একদিনের ছুটিতে ছাত্রছাত্রীদের পঠন- পাঠনের অসুবিধা না হয় তার জন্য রবিবার সকালে খোলা হয়েছিল বাগদার কানিয়াড়া যাদব চন্দ্র হাইস্কুল৷ কিন্তু ধর্মঘটে স্কুল বন্ধ রেখে কেন রবিবার স্কুল খোলা হয়েছে এই প্রশ্ন তুলে রবিবার আচমকা নয় থেকে ১০ জন কর্মী নিয়ে প্রধান শিক্ষক অনুপম সর্দারের ঘরে ঢুকে শাসানি দিতে দেখা যায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়কে৷
গোপা জানতে চান, “শুক্রবার স্কুলে আসেননি কেন? আজ কেন স্কুল খোলা রেখেছেন? কার কাছে পারমিশন নিয়েছেন?" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এরপরই তাঁর দাবি 'প্রধান শিক্ষকের ডিমোশন চাই।'
উল্লেখ্য, পড়ুয়া ও অভিভাবকদের আগেই জানিয়ে দেওয়া হয়, শুক্রবার তাঁরা ধর্মঘটে সামিল হবেন। তাই স্কুল বন্ধ থাকবে। তিন্তু এই যে একদিন পড়াশোনায় ঘাটতি হল, তা পুষিয়ে দিতেই রবিবার ক্লাসের আয়োজন। এরপর পড়ুয়াদের অনুমতি চান। পড়ুয়ারা জানায়, কোনও আপত্তি নেই।