DA আন্দোলনকারী সরকারি কর্মীদের হুমকি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা কাইজার আহমেদ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটের দিন বুথ সামলাবেন, সরকারি কর্মীরাই। এবার তাঁদের চাপে রাখার জন্য দলীয় কর্মীদের নির্দেশ কাইজার আহমেদের। তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি।
বুধবার ভাঙড়ের বড়ালি এলাকায় কর্মিসভা করেন কাইজার। সেই সভা থেকেই সরকারি কর্মীদের নিশানা করেন ভাঙড়ের তৃণমূল নেতা। তিনি বলেন, "এরা আবার কিন্তু পঞ্চায়েতে ভোট করাতে আসবেন। যারা প্রিসাইডিং অফিসার হন, সব এই লোক। আজ যাঁরা রাস্তায় বসে আন্দোলন করছেন। ভাতা দাও, ডিএ দাও। ভাতা না দিলে ভোট করতে যাব না।"
দলীয় কর্মীদের উদ্দেশে কাইজার বার্তা দেন, "এদের সব ডিস্টার্ব। ওদের ডিস্টার্বগিরি ছাড়়িয়ে দিতে হবে কিন্তু। ওদের মুরগির মাংস খাওয়ানোর চিন্তাভাবনা করিস না। চাপে রাখবি।"