বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সোমবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ED সূত্রে খবর, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কী জানিয়েছেন মহুয়া মৈত্র?
যদিও মহুয়া মৈত্রের দাবি, তাঁর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কোনও অভিযোগ আনা যেতে পারে না। তবে ED-কে আইনজীবীর চিঠিও পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে বৃহস্পতিবারই তলব করা হয়েছে মুকুল রায়কে। তাঁকেও তলব করেছে ইডির। পাশাপাশি অভিনেতা দেবকেও তলব করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।