তৃণমূল(TMC) নেতার হাতে বন্দুক(Gun)। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল। সেই পোস্ট ঘিরে শোরগোল মালদহের(Malda) হরিশ্চন্দ্রপুরে।
কিন্তু ওই যুব নেতার কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল? বিতর্কে জড়িয়েছেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লক যুব তৃণমূলের(TMC) সাধারণ সম্পাদক গোলাম সিরাজউদ্দিন আলি ওরফে পুকালু খান(Pukalu Khan)। যার ফলে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। যদিও অভিযুক্তের দাবি, ওটা পাখি মারার বন্দুক। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।
আরও পড়ুন- Fire at Kolkata: কাকভোরে শহরে ফের অগ্নিকাণ্ড, ফ্রি-স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, আতঙ্কিত আবাসিকরা
তবে এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি(BJP)। বিজেপি সাংসদ খগেন মুর্মুর(Khagen Murmu) কটাক্ষ, সন্ত্রাস করার জন্য তৃণমূল(TMC) এসব করছে। গুণ্ডারাজের সরকার চলছে বলেও তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। সাংসদ বলেন, ‘পুরসভা নির্বাচনেও ছাপ্পা দেওয়া হয়েছে। সন্ত্রাস চালানো হয়েছে।’ নেতারা যাতে বন্দুক চালাতে পারে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, পঞ্চায়েত ভোটের আগে বন্দুক শেখানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাই তৃণমূল নেতা(TMC Leader) এরকম ছবি পোস্ট করেছেন।