তৃণমূল (TMC) নেতা ভাদু শেখ খুনের ঘটনায় কার্যত অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট (Rampurhat)। একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে অন্তত ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই মহিলা।
সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হয়৷ একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। তাঁকে বোমা মারে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: TMC Leader Murder: আচমকা দুষ্কৃতীদের বোমাবাজি, রামপুরহাটে খুন তৃণমূলের উপপ্রধান
এরপর থেকেই কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। খবর পেয়ে গ্রামে যায় দমকল। সোমবার রাতেই উদ্ধার করা হয় তিনটি ঝলসানো দেহ। মঙ্গলবার সকালে অন্তত ৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের (Anubrata Mandal) অবশ্য দাবি, তিন চারটি বাড়িতে টিভি ফেটে আগুন লাগে। পুলিশ তদন্ত করলেই সত্য সামনে আসবে।