চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার তৃণমূলের হুগলি জেলার সহ সভাপতি প্রবীর চট্টোপাধ্যায় (Prabir Chatterjee)। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা।
তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ৯০ লক্ষ টাকা তছরূপ করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রমাণ পেয়ে গ্রেফতার করে সিবিআই।
উল্লেখ্য, আগেই প্রবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবু তৃণমূলের মিটিং-মিছিলে দেখা যায় তাঁকে। সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কম্পানির নামে অভিযোগ দায়ের করা হয়। আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডিও।
আরও পড়ুন: ৩৩ লক্ষ টাকা সহ আটক মালদার ব্যবসায়ী, নেপথ্যে ব্রাউন সুগারের কারবার
অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মোট ৯০ কোটি টাকার অভিযোগ উঠেছিল। গত, ৪ জানুয়ারি বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।