বিধায়ককে মারধর করার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামী। তিনি কোতুলপুর ব্লকের সভাপতি। ধর্নামঞ্চ থেকে তিনি জানান, BJP বিধায়ক অমরনাথ শাখা তাঁর এলাকা দিয়ে গেলে মারধর করবেন। এরসঙ্গে আইনও হাতে তুলে নেবেন বলে জানিয়েছেন তরুণ।
'ফোঁস' করতে হবে। তৃণমূল কংগ্রেস ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল কর্মী ও নেতাদের উদ্দেশে এই বার্তাই দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার প্রতিফলন দেখা গেল বাঁকুড়ায়। আইন হাতে তুলে নেওয়ার বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সভাপতি তরুণ নন্দিগ্রামী।
আর জি কর কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে কোতুলপুর ট্যাক্সি স্ট্যান্ডে ধর্না শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে বক্তব্য রাখেন তরুণ নন্দীগ্রামী। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের রাজনৈতিক মা। সেই মা কে অপমান করেছেন অমরনাথ শাখা। যা আমরা মানছি না, মানবো না। আমি কোতুলপুর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি অমরনাথ শাখা যেখানেই যাবেন সেখানেই আপনারা তাঁকে ব্যরিকেড করে রাখুন। আর এই রাস্তা দিয়ে অমরনাথ শাখা যেদিন যাবেন সেদিন তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারবো।"
যদিও তৃণমূল কংগ্রেস এই নেতার বক্তব্যের তীব্র কটাক্ষ করেছে BJP। কোতুলপুর মণ্ডলের সভাপতি কেশবী নাগা জানান, তৃণমূলে এর থেকে বেশি কিছু আশা করা যায়না।