কালীপুজোর (Kali Puja 2022) আবহে ভাটপাড়ায় (Bhatpara Shhotout) চলল গুলি । পুজো মণ্ডপেই তৃণমূলের (Tmc) এক যুব নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ । ঘটনায় গুরুতর জখম তৃণমূল নেতাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । ভাটপাড়া (Bhatpara Shootout) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে । সেইসময়, রাজ পাণ্ডে নামে তৃণমূলের ওই যুব নেতা ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় এক কালীপুজোর মণ্ডপে বসে আড্ডা দিচ্ছিলেন । সেখানে হঠাৎ ৫টি মোটরবাইক আসে । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তিনটি বাইক মণ্ডপের সামনে এসে দাঁড়ায় । বাকি ২টো বাইককে মণ্ডপ থেকে কিছুটা দূরে দাঁড়াতে দেখা যায় । তারপরেই হঠাৎ রাজকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা । গুলি চালাতে চালাতেই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
আরও পড়ুন, Rishi Sunak : দীপাবলিতে ইতিহাস, ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক
জানা গিয়েছে, তৃণমূলের যুব নেতার হাতে গুলি লাগে । ঘটনায় গুরুতর জখম রাজকে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, গুলি অপারেশন করে বের করা হয়েছে । গোটা ঘটনা পুলিশে জানানো হয়েছে । পুলিশ জানিয়েছে, মোট ৬ রাউন্ড গুলি চলেছে ওই এলাকায় । কারা ওই ঘটনা ঘটিয়েছে, তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।