পটাশপুরে (Patashpur) তৃণমূলের বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি (TMC Leader Shot) করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে । আহত তৃণমূল নেতার নাম তপন প্রধান । তাঁকে গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এদিকে, গুলি ছুঁড়ে পালানোর সময় হামলাকারীকে গণধোলাই দেয় স্থানীয়রা । তাকে পটাশপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে পটাশপুর ২ নম্বর ব্লকের বড় উদয়পুরের মনসাতলা বাজার এলাকায় চায়ের দোকানে আড্ডা মারছিলেন তৃণমূলকর্মী তপন প্রধান । সেই সময় ওই দোকানে আসেন তাঁর প্রতিবেশী সঞ্জীব । দুজনের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় । অভিযোগ, এরপরই আচমকা পিস্তল বের করে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় সঞ্জীব । গুলি লাগে তপনের কোমরে । সেইসময় সঞ্জীব ছুটে পালাতে গেলে তাকে পাকড়াও করে গণধোলাই দেয় স্থানীয়রা । ঘটনাস্থানে আসে পটাশপুর থানার পুলিশ । অভিযুক্তকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করানো হয় ।
আরও পড়ুন, Suicide during pandemic: লকডাউনে রেকর্ড আত্মহত্যা দেশে, জানাল কেন্দ্র
তৃণমূলের দাবি, অভিযুক্ত যুবক বিজেপি সমর্থক । যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত সঞ্জীব কর্মসূত্রে কলকাতায় থাকেন। তিনি কোনও ভাবেই দলের সঙ্গে যুক্ত নন ।