হাঁসখালি কাণ্ডে এবার সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের তরফে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। প্রধান বিচারপতি মামলা গ্রহণ করায় আগামিকাল শুনানির সম্ভাবনা।
ধর্ষণের পাঁচদিন পর নদিয়ার হাঁসখালির কিশোরীকে নৃশংস ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায়, স্থানীয় তৃণমূল নেতা(TMC Leader) সমর গোয়ালের ছেলে ব্রজগোপালের জন্মদিনের অনুষ্ঠানে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ পরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। পরে প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দিয়ে দেহ দাহ করা হয় বলে অভিযোগ ।
অভিযোগ, বিষয়টি জানাজানি হতেই নির্যাতিতার বাড়ি এসে হুমকি দেয় তৃণমূল নেতা(TMC Leader) সমর গোয়ালার দলবল। তাই ভয়ে এলাকার বিশেষ কাউকে কিছু জানায়নি পরিবারের সদস্যরা। মঙ্গলবার ভোরেই কার্যত নিঃশব্দে শ্মশানে দাহ করা হয় নাবালিকার দেহ। এমনকি নিহত কিশোরীর মায়ের দাবি, থানায় অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি।
এরপর ঘটনা জানাজানি হতেই চাইল্ড লাইনে(Child Line)) খবর যায়। তাঁদের সহযোগিতায় আবার শনিবার হাঁসখালি থানায়(Hanskhali police Station) যান মৃতার বাড়ির সদস্যরা। তাঁদের অভিযোগ, জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে প্রেমিক ব্রজগোপাল গোয়ালা অর্থাৎ তৃণমূলের(TMC) পঞ্চায়েত সদস্যের ছেলে। এরপর মৃতার পরিবারকে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। সেই কারণেই পুলিশে খবর না দিয়ে নাবালিকার দেহ দাহ করে দেওয়া হয়। তবে ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত তৃণমূল নেতা(TMC Leader) এবং পরিবারের বাকি সদস্যরা।