তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডলকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে । তৃণমূল নেতার দাবি , তিনি বসেছিলেন চায়ের দোকানে। আচমকা তাঁর উপর চড়াও হয়ে পুলিশ মারধর করে বলে অভিযোগ। রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক পেটানোর পর তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার আমডাঙা এলাকা।
মোস্তককে হেনস্তার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁর অনুরাগীরা। ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অভিযোগ, মারধরের জেরে হাত ভেঙে যায় মোস্তাকের । পরে মোস্তাককে ছেড়ে দেওয়া হয়।
ঘটনায় মোস্তাক আহমেদ মণ্ডল বলেন, “আমার উপর পুলিশের কী রাগ জানি না। যেভাবে ধরে মারল বলার কিছু নেই। আমার সারা শরীরে রুলের বাড়ি মেরেছে। আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে।”