ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাকের (IPAC) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নিয়ে মুখ খোলা যাবে না। দমদমের সাংসদ সৌগত রায়কে (Sougato Roy) কড়া বার্তা দিল তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব।
বৃহস্পতিবারই তৃণমূলের এক শীর্ষ নেতা দমদমের সাংসদকে ফোন করে এ বিষয়ে মন্তব্য করতে নিষেধ করে দিয়েছেন। তৃণমূলের দলীয় সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে। প্রবীণ সাংসদকে বার্তা দেওয়া হয়েছে, তাঁর মন্তব্যকে দল ভাল চোখে দেখেনি।
আরও পড়ুন: Bidhannagar Municipal election: বিধাননগর পুরভোটে কি কেন্দ্রীয় বাহিনী? সিদ্ধান্ত নেবে কমিশন
আইপ্যাক ও তৃণমূলের বিচ্ছেদের জল্পনা প্রসঙ্গে মঙ্গলবার সৌগত বলেছিলেন, "আইপ্যাকের সঙ্গে কী চুক্তি ছিল আমি জানি না। সেই চুক্তি ভেঙে গেছে। ক্ষতি না হলেও এতে অসুবিধা তো হবেই। পশ্চিমবঙ্গে এ বার তৃণমূলের জয়ের জন্য উল্লেখযোগ্য অবদান আইপ্যাকের।"