নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত যুবনেতা কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করল তৃণমূল। খুব শীঘ্রই কুন্তলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে দল, এমনটাই জানিয়েছেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। দীর্ঘদিন ধরেই হুগলির বলাগড় তৃণমূল যুবনেতা হিসাবে পরিচিত এই কুন্তল। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরেই তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তারপর থেকেই কুন্তলের সঙ্গে দূরত্ব বাড়ায় দল।
চলতি মাসেই প্রায় ২৩ ঘণ্টা ধরে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করে ইডি (Kuntal Ghosh Arrest)। টেট নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে প্রথমে আটক, পরে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান বলাগড় অঞ্চলের বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় পরোপকারী বলে যথেষ্ট পরিচিত এই তৃণমূল যুবনেতা।
আরও পড়ুন- Odisha: গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাশ, ভর্তি হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক
২০ জানুয়ারি কুন্তলের বিলাসবহুল দুটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। শনিবার সকাল পর্যন্ত তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।