পুরনির্বাচনের(Municipal Election 2022) প্রার্থী তালিকাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কামারহাটি(Kamarhati)। দলের সাবধানবাণী উপেক্ষা করে বহুবার প্রার্থী নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র(MLA Madan Mitra)। এবার তার জেরেই মদনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল(TMC)।
সূত্রের খবর, তৃণমূলের(TMC) শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) শুক্রবার মদন মিত্রের(Madan Mitra) শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারি মদন মিত্র সম্পর্কে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন। তবে শাস্তি ঘোষণার আগে মদন মিত্রকে শোকজ করা হতে পারে, পাওয়া যাচ্ছে এমন খবরও। যদিও শো-কজ(Show Cause) বা শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার কোনও চিঠি পাননি বলে জানিয়েছেন স্বয়ং মদন মিত্র(Madan Mirta)। এর পাশাপাশি বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
আরও পড়ুন- CPM: পুরভোটের আগে আক্রান্ত সিপিএম নেতা, উত্তপ্ত বিধানননগর
তবে দলের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি বলেও জানান মদন মিত্র। এরপর বলেন, “চিঠি এলে উত্তর দেব। যদি শাস্তি দেওয়া হয়, মেনে নেব। দল তাড়িয়ে দিলে অন্য দলে যাব না। আমার কাছে সিনেমার অফার আছে।”
বেশ কিছুদিন আগেই দলের প্রার্থীতালিকা নিয়ে প্রকাশ্যেই তৃণমূল সাংসদ সৌগত রায়কে(MP Sougata Roy) একহাত নেন মদন মিত্র। প্রকাশ্য সভা থেকে সৌগত রায়(Sougata Roy) সম্পর্কে মদন মিত্র বলেন, 'লুঙ্গি ধুতি পড়ে খালি বোটি কাবাব। সহ্য হবে না। পাপ বাপকেও ছাড়ে না।'
এর পাশাপাশি দলে এজেন্সি প্রসঙ্গে মুখ খোলেন কামারহাটির বিধায়ক। কামারহাটিতে প্রার্থী নির্বাচন সঠিক হয়নি বলেও অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত কামারহাটি পুরসভায় মনোনয়ন জমা দিয়েছেন বেশ কয়েকজন নির্দল প্রার্থী। সূত্রের খবর, এদের মধ্যে বেশিরভাগই 'মদন ঘনিষ্ঠ'(Madan Mitra)।