টানা সাড়ে ৯ ঘণ্টা ধরে সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ করল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary)। জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন পরেশ (Paresh Adhikary)। শুক্রবারই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর এতদিনের বেতন ফেরৎ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্য়দিকে, এদিনই সিবিআই দফতরে (CBI office) ম্যারাথন জেরার মুখে পড়েন পরেশ অধিকারী। এরপর রাত সাড়ে ৮টা নাগাদ তিনি বের হন সিবিআই দফতর থেকে। যদিও, বৃহস্পতিবারের মতোই এদিনও সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি তিনি।
আরও পড়ুন: পুরনো মেধাতালিকায় থাকা সবাইকে চাকরি, আদালতে জানাল SSC
শুক্রবার সকাল ১০টা ৪৫মিনিট নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছে হাজিরা দেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী(Paresh Adhikary)। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। উল্লেখ্য, নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে(Nizam Palace) আসেন পরেশ অধিকারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআই দফতরে(CBI Office) পৌঁছানোর পরে তাঁকে(Paresh Adhikary) প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে জেরা করা হয়। জেরা শেষে বেড়িয়ে সোজা চলে যান এমএলএ হোস্টেলে(MLA Hostel)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি পরেশ। শুক্রবার ফের সিবিআইয়ের তলবে পৌনে এগারোটা নাগাদ নিজাম প্যালেসে(Nizam Palace) আসেন শিক্ষা প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, ২০১৮ সালে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায়(SSC Recruitment Corruption) পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারী পেয়েছিলেন ৬১ নম্বর। আর এই মামলায় মামলাকারী ববিতা সরকার পেয়েছিলেন ৭৭ নম্বর।