২০২১ এ দিনহাটা বিধানসভার উপনির্বাচনে জেতার পরে কোচবিহার থেকে নিশীথ প্রামাণিকের নাম মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি, গোঁফ উপড়ে নেওয়ার হুমকি দিলেন।
দিনহাটার কুটি গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সভায় ভাষণ দেওয়ার সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বলতে শোনা যায়, ‘‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছি। নিশীথ প্রামাণিক লোকসভা নির্বাচনে জয়লাভের পর আর এলাকায় ঢোকেনি। তাই আগামী লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার বন্দোবস্ত করতে হবে।’’ রাজ্যের মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। রাজনৈতিক মহলের একাংশের দাবী, এক মন্ত্রীর মুখে এমন মন্তব্য অশোভনীয়।
Bhaifota Recipe: স্বাস্থ্য সচেতন ভাইকে খুশি করতে কী খাওয়াবেন ভাইফোঁটায়? রইল সুগারফ্রি মিষ্টির রেসিপি
একুশের নবান্ন দখলের লড়াইয়ে দিনহাটা কেন্দ্রে উদয়নকে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তার পর থেকেই দুই নেতার সম্পর্ক তিক্ত বলে মত অধিকাংশের। পরে যদিও সাংসদ পদ রেখে বিধায়ক পদ ছেড়ে দেন নিশীথ। উপনির্বাচনে ১ লক্ষ ৬০ হাজারের বেশি রেকর্ড ভোটে জয়ের নজির গড়েছিলেন উদয়ন।