যুব মোর্চার এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তুলকালাম কাশীপুর (Kashipur Violence)। বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের সামনেই দু-দলের সংঘর্ষে এক মহিলার মাথা ফাটে বলে অভিযোগ।
অভিযোগ, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী থাকা সত্ত্বেও এক যুবক ঘটনাস্থলে থাকা এক মহিলার মাথায় বাঁশ দিয়ে আঘাত(Attack) করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ধরতে গেলে হামলাকারী পালিয়ে যায়। বিজেপির(BJP) দাবি, আক্রান্ত মহিলাও তাঁদের সমর্থক।
আরও পড়ুন- Kashipur BJP worker's death: কাশীপুরে বিজেপি যুবনেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃতের বাড়ি যাচ্ছেন অমিত শাহ
এরপরেই ঘটনাস্থলে পৌঁছন কাশীপুর-বেলগাছিয়ার(Kashopur Belgachia) তৃণমূল(TMC) বিধায়ক অতীন ঘোষ(Atin Ghosh)। তাঁর সঙ্গেই ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর সুমন সিংহ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আবার দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিক্ষিপ্তভাবে হাতাহাতি শুরু হয়। মৃদু লাঠি(Lathi charge) চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ(Police)।
তবে এর মধ্যেই মৃত অর্জুন চৌরাসিয়ার রাজনৈতিক পরিচয় নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূল বিধায়ক(TMC MLA) অতীন ঘোষ(Atin Ghosh)। তাঁর দাবি, গত পুরভোটে তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করেছিলেন অর্জুন। তাঁর এই দাবিকে সমর্থন করেছেন এলাকার কাউন্সিলর সুমন সিং(Suman Singh)।