রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে(Rabindra Jayanti) রবি ঠাকুরের নোবেল চুরি(Nobel Prize Theft) নিয়ে বিতর্কিত মন্তব্য পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়কের(TMC MLA Bhatar)। সিবিআই(CBI) নিয়ে বিজেপিকে(BJP) কটাক্ষ করতে গিয়ে মানগোবিন্দ অধিকারী বলেন, ‘‘রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল। সেই কারণেই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল।’’ কিন্তু তৃণমূল বিধায়কের(TMC MLA Controversy) এই মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছে।
সোমবার ভাতারে তৃণমূলের(Bhatar Block TMC) তরফে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন মানগোবিন্দ। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানও করেন তিনি। ভাতারের বিধায়ক মঞ্চে বলেন, ‘‘নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে(Rabindranath Nobel Contro) অপমান করা হয়েছিল। আমাদের বাংলার ছেলেরা সেই নোবেলটা চুরি করে নিয়েছে।’’
আরও পড়ুন- Rabindra Jayanti 2022 : রবি স্মরণ মুখ্যমন্ত্রীর, টুইটে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৫ মার্চ সকালে জানা যায়, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদক(Nobel Prize Theft) চুরি গিয়েছে। সব মিলিয়ে মোট ৫০টি মূল্যবান জিনিস চুরি গিয়েছে বলে জানা যায়। এর পর দিন ছয়েকের মাথায় তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-এর (CBI) হাতে। কিন্তু ২০০৭ সালের অগস্ট মাস নাগাদ প্রাথমিক ভাবে তদন্ত থেকে সরে দাঁড়ায় সিবিআই(CBI)। ঠিক বছর খানেকের মাথায় নতুন সূত্র মেলার দাবি করে আদালতে তদন্তের আবেদন জানায় সিবিআই। এর পরের বছর অগস্ট মাসে ফের তদন্ত বন্ধ রাখার আবেদন করা হয়। ২০১০-এর ৫ অগস্ট আদালত সিবিআইকে(CBI) তদন্ত বন্ধ রাখার অনুমতি দেয়।