প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। দীর্ঘদিন ধরেই ক্য়ানসার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর ২টো ২০ মিনিটে প্রয়াত হন তৃণমূল বিধায়ক। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ইদ্রিশ আলির মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সদস্য ছিলেন ইদ্রিশ আলি। মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ২০২১ বিধানসভা নির্বাচনেও সেভাবে প্রচারে দেখা যায়নি তাঁকে। তা সত্ত্বেও এক লক্ষের বেশি ব্যবধানে জয় পান তিনি।
আরও পড়ুন: কোটায় NEET পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, ৪ জনকে গ্রেফতার পুলিশের
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোভিড আক্রান্ত হওয়ার পর বিধায়ক ইদ্রিশ আলির শরীর ভাঙতে শুরু করে। চলাফেরার ক্ষেত্রেও তাঁর সমস্যা হচ্ছিল। এবার রাজ্যের বাজেট অধিবেশনেও দেখা যায়নি তাঁকে।