তাঁর কাছে কেন নগদ অর্থ মজুত ছিল। তার যথাযথ ব্যাখ্যা রয়েছে। জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain)। শুক্রবার কলকাতার আয়কর দফতরে (Income Tax Department) ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। তিনি জানান, তাঁর কাছে নগদ অর্থ কেন মজুত ছিল, তার নথি চেয়ে পাঠিয়েছে আয়কর দফতর।
এদিন জাকির হোসেন জানান, তাঁর বাড়িতে কেন নগদ অর্থ ছিল, তার ব্যাখ্যা দিতে পারবেন তিনি। আয়কর দফতরে তার নথিও জমা দেবেন। কিন্তু তিনি নিজে কি হাজির হবেন! তা স্পষ্ট করে জানাননি জাকির হোসেন। আইনজীবীর মাধ্যমে আয়কর দফতরে নথি নথি পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মাঘ মাসের আগেই আকাশছোঁয়া হলুদ ধাতুর বাজার দর
কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকিরের সঙ্গে গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের যোগসূত্র পাওয়া গিয়েছে। এদিকে বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় বিধায়কের পাশেই দাঁড়িয়েছে দল।