ব্যবসায়ীর বাড়িতে নগদ অর্থের প্রয়োজন হয়। আয়কর দফতর আগে আসবে, জানালে তিনি হিসাব দিতে পারতেন। আয়কর হানায় টাকা উদ্ধার নিয়ে এমনই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain)। বিড়ির কারখানা, চালকল-সহ একাধিক ব্যবসা আছে জাকিরের।
বুধবার হানা দিয়ে ১৫ কোটি টাকা উদ্ধার করেছেন আয়কর আধিকারিকরা। এমনই জানা গিয়েছে আয়কর সূত্রে। এই নিয়ে যা বলার আদালতেই বলবেন, জানিয়েছেন তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন: হাওড়ার দাশনগরে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের
বুধবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জাকির হোসেনের বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। ১৭ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তাঁর দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি বন্ধ কারখানাতেও তল্লাশি চলে। বেশকিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয় তাঁর।