শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছিল তল্লাশি । মাঝে কেটে গিয়েছে প্রায় ৩২ ঘণ্টা । অবশেষে, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের একটি মোবাইল উদ্ধার করল সিবিআই । দ্বিতীয় ফোনটির এখনও খোঁজ চলছে । উল্লেখ্য, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলাকালীন বাড়ির পিছনের পুকুরে দু'টি মোবাইল ছুঁড়ে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা । তারই খোঁজ চলছিল শুক্রবার থেকে । প্রায় আড়াই দিন পর একটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে ।
জানা গিয়েছে, মোবাইলের তল্লাশিতে মোট তিনটি পাম্প বসিয়ে ওই পুকুর থেকে জল ছেঁচে তোলার কাজ চলছিল । রবিবার সকালে ওই পুকুর থেকে সব জল ছেঁচে ফেলা সম্ভব হয়েছে । তারপরই একটি মোবাইল পাওয়া যায় । মোবাইল উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছন সিবিআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ। জল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে । এতক্ষণ জলে থাকার পর, তা থেকে কোনও তথ্য উদ্ধার করা কি সম্ভব হবে ? সিবিআই সূত্রে খবর, ডেটা উদ্ধারের জন্য উদ্ধার হওয়া মোবাইল হায়দরাবারে সেন্ট্রাল ফরেনসিক টিমের কাছে পাঠানো হতে পারে ।
শুক্রবার থেকে রবিবার সকাল । ঘড়ির কাঁটায় ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে এখনও মুর্শিদাবাদের বড়ঞায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই কেন্দ্রীয় তদন্তকারী দল । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী দল । তাঁর বাড়ির পাশের জঙ্গল থেকে নথি বোঝাই কয়েকটি ব্যাগ উদ্ধার হয়েছে। নবম-দশমের প্রায় ৩ হাজার ৪০০ প্রার্থীর তথ্য,নাম এবং রোল নম্বর সমেত নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর । সেইসঙ্গে বোলপুরে তৃণমূল বিধায়কের কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই ।