রাজ্যজুড়ে চলছে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি(Didir Rakshakabach Campaign)। এবার সেই কর্মসূচিতেই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়ি গেলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র(TMC MLA Lovely Maitra)। সুজন চক্রবর্তী(Sujan Chakraborty) না থাকলেও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা হয় লাভলির এলাকার অভাব-অভিযোগ শোনেন তিনি। পরে ফোনে লাভলির সঙ্গে কথা হয় সুজন চক্রবর্তীর।
জানা গিয়েছে, এলাকা পরিদর্শনেরর সময় আচমকাই এই সিপিএম নেতার(CPIM Leader) বাড়ি যান লাভলি। তখন সেখানে উপস্থিত সুজনের দাদা-ভাইয়েরা। তাঁদের সঙ্গে কথা চলতে চলতেই স্থানীয় পঞ্চায়েত প্রধান মাধব মণ্ডল ফোনে যোগাযোগ করেন সুজন চক্রবর্তীর সঙ্গে। ফোনেই সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের(Sonarpur South TMC MLA) স্বাস্থ্যের খবর নেন এই সিপিএম নেতা। এমনকি, এলাকার তৃণমূল বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানান সিপিএমের কেন্দ্রীয় কমিটির এই সদস্য।
আরও পড়ুন- Mamata Banerjee: ‘রানিগঞ্জও হতে পারে জোশীমঠ', এই কোলিয়ারি এলাকার নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার