ফের বিস্ফোরক মন্তব্য উদয়ন গুহের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিছুটি পাতা ঘষার নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। শিলিগুড়িতে গিয়ে 'কোচবিহার দাওয়াই'-এর কথা শোনা গিয়েছে বঙ্গ বিজেপির সভাপতির গলায়। উদয়ন গুহ জানান, "কোচবিহার দাওয়াই যদি কোচবিহারে এসে প্রয়োগ করতে যায়, তাহলে জনগণ এমন জায়গায় বিছুটি পাতা ঘষে দেবে,যে না পারবে কাউকে দেখাতে, না পারবে চুলকাতে।"
সুকান্ত মজুমদার বলেন, "পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস গণ্ডগোলের চেষ্টা করলে কোচবিহার দাওয়াই দেব।" এই মন্তব্যের পাল্টা দিয়েই উদয়ন গুহ বলেন, "কোচবিহার দাওয়াই কী!" শীতলকুচিতে চারজনকে গুলি করে মারা কোচবিহার দাওয়াই! দিনহাটায় উদয়ন গুহকে মারা কোচবিহার দাওয়াই! প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরপরই তাঁর বিছুটি পাতার তত্ত্ব জানান তিনি।
তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই আশ্বাস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের। তিনি বলেন, "আমরা বারবার বলছি, এবার শান্তিপূর্ণভাবে ভোট হবে। যাঁরা ভোটে দাঁড়াতে চান, তারা ভোটে দাঁড়াতে পারবেন। যারা ভোট দিতে চান, ভোট দিতে পারবেন।" পঞ্চায়েত ভোটের দিনক্ষণ যতই এগোচ্ছে, ততই শাসক-বিরোধী শিবিরে বাক্যবাণ বাড়ছে। সুকান্ত মজুমদারের কোচবিহার দাওয়াই ও উদয়ন গুহের পাল্টা বিছুটি পাতার তত্ত্ব, তাতে যেন নতুন সংযোজন।