বুধবার সকালে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিলেন ঘাটালের সাংসদ দেব। গরু পাচার মামলায় তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ তিনি সেখানে পৌঁছন।
এর আগে কবে তলব?
এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি দেবকে তলব করেছিল CBI। সেসময় কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর ওই বছরের ২২ জুন দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছিল ED। তারপর ফের দেড় বছর পর তাঁকে তলব করা হল।
যদিও দেবের হাজির হওয়া নিয়ে প্রথমের দিকে অনেক জল্পনা তৈরি হয়েছিল। তিনি যাবেন কিনা সেবিষয়ে নির্দিষ্ট করেও কিছু জানাননি। যদিও ED-র দেওয়া নির্ধারিত সময়েই পৌঁছে যান তিনি।