২০২৪ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই দাবি তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)। সোমবার কুণাল ঘোষও (Kunal Ghosh) দাবি তোলেন, ২০৩৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। এদিন ফের একই প্রসঙ্গ টেনে রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্য়মন্ত্রী করার দাবি জোরালো করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
মঙ্গলবার সকালে একটি টুইট করেন অপরূপা পোদ্দার। সেখানে তিনি লেখেন, "আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরর্ধন জগদীপ ধনখড়ের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।" তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: সুজাতা মণ্ডলকে প্রাণনাশের হুমকি ! সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সোমবারও ২০২১ বিধানসভা জয়ের বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন কুণাল ঘোষ। তিনি জানান, "তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি।"