অযৌক্তিক প্রশ্ন করা হচ্ছে। এই অভিযোগে, লোকসভার এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সহ বিরোধী সাংসদরা। টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে বৃহস্পতিবার এথিক্স কমিটির সামনে হাজিরা দেন মহুয়া।
কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসার সময় উত্তেজিত ছিলেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, ব্যক্তিগত একাধিক বিষয়ে প্রশ্ন করছিলেন কমিটির সদস্যরা। রাতে কার সঙ্গে, কী কথা বলা হয় সেনিয়ে জানতে চাইছিলেন সদস্যরা। সেকারণেই ওয়াকআউটের সিদ্ধান্ত।
ওই বৈঠক থেকে বেরিয়ে মহুয়া সংবাদ মাধ্যমকে বলেন, "এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছে।"
টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সকাল সাড়ে ১১টা নাগাদ সেখানে পৌঁছে যান তিনি। তার ঠিক ২৪ ঘণ্টা আগে ফের টুইট করেছিলেন মহুয়ার প্রাক্তন বন্ধু অনন্ত দেহাদ্রাই। যদিও ওই টুইটে কারোর নাম করেননি তিনি। কিন্তু তৈরি হয়ে জল্পনা।