তিনি দুঁদে রাজনীতিক। লোকসভায় দাঁড়িয়ে বিরোধীপক্ষকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেন অহরহ। কিন্তু রাজনীতিবিদরাও বাকিদের মতোই আনন্দে মেতে ওঠেন দুর্গাপুজোর এই পাঁচটা দিন। সেভাবেই নিজের লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়ায় একেবারে পাড়ার মেয়ে হয়ে ধরা দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। 'সোহাগ চাঁদ বদনি ধনী' গানে রীতিমতো কোমর দোলালেন নদিয়ার তৃণমূল নেত্রী। টুইটারে সেই ভিডিও শেয়ার করেন স্বয়ং মহুয়া।
জানা গিয়েছে, পঞ্চমীতে বেথুয়াডহরির কাঁঠালবেড়িয়ার এক পুজো উদ্বোধনে যান মহুয়া মৈত্র। পুজো উদ্বোধনের পর একেবারে অন্যরূপে ধরা দেন এলাকার সাংসদ। মন্ডপে চলতে থাকা গানের তালে তালে কোমর দোলান তিনি।
আরও পড়ুন- Amit Shah : পুজোয় কলকাতায় আসছেন না অমিত শাহ, জানালেন সুকান্ত মজুমদার
পুজো এলে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, সকলেই একবারে অন্যরূপে ধরা দেন। এর আগে মুখ্যমন্ত্রীকে সুরুচি সংঘের পুজো মন্ডপে ঢাক বাজাতে দেখা গিয়েছে। সেখানে ঢোল-কাঁসর হাতে তাঁকে যোগ্য সংগত করেন রাজ্যের অন্য দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এবার পুজোর আনন্দে মেতে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।