Kiff-এর উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অমিতাভ বচ্চনের মুখে উঠে এল সিনেমার বাক স্বাধীনতা নিয়ে। এল সেনসরশিপের কথাও। আজকাল,নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিগ বি-র (Big B) মতের সঙ্গে সহমত হয়ে পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
অমিতাভের এই বক্তব্যের প্রশংসা করে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইট করে মহুয়া লিখলেন, ‘বচ্চন জি হলেন বাংলার ‘জামাই’। তিনি জানেন তাঁর সেকেন্ড হোমের মাটিতে স্বাধীন এবং সাহসীদের বাস। তাই তিনি Kiff-এর মঞ্চকেই বেছে নিয়েছেন বিজেপির শিল্পকলায় বয়কট ও নিষেধাজ্ঞা জারি করার স্বভাবকে প্রশ্ন করার জন্য জন্য।’
অমিতাভের মন্তব্য নিয়ে অবশ্য রাজ্য সরকারকেই তোপ দেগেছেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, মমতার রাজ্যে অমিতাভ বচ্চনের কথাগুলি যেন অত্যাচারীর সামনে আয়না ধরার মতো',