মহুয়া মৈত্র নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। দলের তরফে এখনও সেভাবে স্পষ্ট করে সাংসদের পাশে থাকার বার্তা দেওয়া হয়নি। কিন্তু এবার সতীর্থ মহুয়ার পাশে দাঁড়ালেন অপর এক তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। বীরভূমের তারাপীঠে তাঁর মন্তব্য, মহুয়ার জনপ্রিয়তা বেশি। সেকারণে তাঁকে নিশানা করা হচ্ছে।
লোকসভায় টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার এথিক্স কমিটির সামনে হাজিরও হয়েছিলেন তিনি। যদিও এবিষয়ে দলনেত্রী এবং অভিষেক মুখ খোলেননি। তবে মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ।
এদিন মহুয়া প্রসঙ্গে শতাব্দী জানান, মহুয়া খুব স্ট্রং পার্লামেন্টারিয়ান। খুব জনপ্রিয় জনপ্রতিনিধি। জনপ্রিয়তার কারণেও তাঁকে আক্রমণ করা হচ্ছে বলে তিনি মনে করেন।