সৌরভ-ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়ের(Dona Ganguly) রাজ্যসভায় যাওয়া নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়(TMC MP Sougata Roy)। তৃণমূলের বর্ষীয়ান এই নেতার কথায়, ''এটা সংবাদমাধ্যমের তৈরি করা জল্পনা। কে যেতে পারেন, সেটা কেন্দ্রীয় সরকার জানে। ডোনা গঙ্গোপাধ্যায় একজন নামকরা নৃত্যশিল্পী। তিনি যাবেন কি না, সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।'' উল্লেখ্য, সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজের পরেই ডোনার রাজনীতিতে(Dona Ganguly in Politics) যোগদান ঘিরে জল্পনা ছড়ায়।
ডোনার রাজ্যসভায়(Dona Ganguly in Rajya Sabha) যাওয়ার জল্পনা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেছেন, ''বিভিন্ন ক্ষেত্রে গুণী ব্যক্তিদের রাজ্যসভায় মনোনীত করেন রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গ থেকে কেউ মনোনীত হলে আমরা খুশি হব।'' দিলীপের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ বলেছেন, ''দিলীপ ঘোষের বক্তব্যের গুরুত্ব নেই। জল্পনার মধ্যে না যাওয়াই ভালো। যেদিন ঘোষণা হবে, সেদিন জানা যাবে।''
আরও পড়ুন- Arjun Singh : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা রাখার অভিযোগে গ্রেফতার ৩
জানা গেছে, রাষ্ট্রপতি(Governor of India) মনোনীত কয়েকজন সাংসদের শূন্যপদ পূরণ করা হবে। ওই শূন্যপদে যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্যে বাংলা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অথবা সৌরভ-পত্নী ডোনার মনোনীত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসাবে রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), সাংবাদিক স্বপন দাশগুপ্তরা সংসদে গিয়েছেন। তাঁদের দুজনের মেয়াদ পূর্ণ হবে খুব শীঘ্রই। তাঁদের কোনও একজনের ছেড়ে যাওয়া আসনেই ডোনাকে রাজ্যসভায় পাঠানো হবে বলেই খবর বিজেপি সূত্রে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভের মতোই ওড়িশী নৃত্যশিল্পী হিসাবে ডোনারও (Dona Ganguly) বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। স্বভাবতই তাঁর নামও রাষ্ট্রপতির বিবেচনায় থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস জমানায় একবার শচীন তেণ্ডুলকরও মনোনীত সাংসদ হয়েছিলেন।