সাধন পাণ্ডের (Sadhan Pande) মৃত্যুতে শোকাহত দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তথা বন্ধু সৌগত রায় (Sougata Roy)। দমদমের সাংসদ সৌগত এবং সদ্যপ্রয়াত মানিকতলার বিধায়ক সাধন দীর্ঘদিন ধরে বাংলার অবামপন্থী রাজনীতিতে একসঙ্গে কাজ করেছেন।
সাধনের মৃত্যুর খবর পেয়ে সৌগত বলেন, "সাধনের সঙ্গে বহু দশকের সম্পর্ক। উত্তর কলকাতায় দলীয় সংগঠনে অতুলনীয় ভূমিকা পালন করেছিল। ১৯৮৫ থেকে ২০২২- টানা ৯ বার বিধায়ক হয়েছে।"
আরও পড়ুন : Sadhan Pande: প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে, শোক মুখ্যমন্ত্রীর
দীর্ঘ রোগভোগের পর মুম্বইতে প্রয়াত হয়েছেন সাধনবাবু। কলকাতায় এনে তাঁর দেহ পিস হাভেনে রাখা হবে। সোমবার সম্পন্ন হবে শেষকৃত্য।