তৃণমূলের (TMC) সর্বভারতীয় মুখপাত্র সকেত গোখলে (Saket Gokahle) গ্রেফতার । সোমবার রাতে রাজস্থান (Rajasthan) বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ (Gujarat Police) । মঙ্গলবার সকালে টুইট করে এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'brien) । সেইসঙ্গে বিজেপির উদ্দেশে ডেরেকের বার্তা, এসব করে তৃণমূলকে কোনওভাবে রোখা যাবে না । মূলত, মরবি ব্রিজ ভাঙার ঘটনায় সকেতের একটি টুইটকে কেন্দ্র করেই যত বিপত্তি । সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেই দাবি ডেরেকের ।
ডেরেক টুইটে জানিয়েছে, সোমবার রাত ৯টার বিমানে নয়াদিল্লি থেকে জয়পুর আসেন সকেত । রাজস্থানের বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করতেই সকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ । তাঁর ফোন ও সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় । শুধুমাত্র একবারই ফোন করার অনুমতি দেওয়া হয় তাঁকে । সকেত রাত ২টো নাগাদ তাঁর মাকে ফোনে জানান, তাঁকে আহমেদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে । কী কারণে গ্রেফতার করা হল সকেত গোখলেকে ? মরবি ব্রিজ ভাঙার ঘটনায় সকেতের একটি টুইটে ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয় বলে অভিযোগ । সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । সাকেতকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ডেরেক। তাঁর কথায়, 'মোরবি বিপর্যয় নিয়ে টুইটের জেরে আহমেদাবাদ সাইবার বিভাগের সাহায্যে সাকেতের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে । ডেরেক আরেকটি টুইটে বিজেপিকে আক্রমণ করে বলেন, এ-সব করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের চুপ করানো যাবে না । রাজনৈতিক প্রতিহিংসা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি ।
আরও পড়ুন, Mamata Banerjee : আজ রাজস্থান সফরে মুখ্যমন্ত্রী, আজমের ও পুষ্করে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
গুজরাতে মরবি ব্রিজ ভাঙার ঘটনায় বহু মানুষের মৃত্যু হয় । সেতু বিপর্যয়ের জন্য় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দুর্নীতির অভিযোগও ওঠে । নির্ধারিত সংখ্যার চেয়ে কেন এত মানুষকে ব্রিজে তোলা হল, সেই নিয়ে প্রশ্ন ওঠে । মোরবি সেতু বিপর্যয়ের পর মোদীর একদিনের গুজরাত সফর নিয়ে প্রশ্ন ওঠে । গোখলে টুইটে গুজরাতের এক সংবাদমাধ্যমের নিউজ ক্লিপিং শেয়ার করে জানিয়েছেন, মোরবি সেতু বিপর্যয়ের পর মোদীর একদিনের গুজরাট সফরের জন্য ব্যয় হয়েছে ৩০ কোটি টাকা । যা ভিত্তিহীণ বলে দাবি করে বিজেপি ।