অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার প্রায় ৬ ঘন্টা পরেই সাংবাদিক বৈঠক থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। অনুব্রত মণ্ডলের পাশে নেই দল। সাংবাদিক বৈঠক থেকেই একথা স্পষ্ট করে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী। পাশাপাশি, চন্দ্রিমার সংযোজন, দলের নীতি মেনে কোনও দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না।
বৃহস্পতিবার সংবাদিক বৈঠক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘‘কোনও অনৈতিক ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না। দলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, দুর্নীতিকে কোনওভাবেই মেনে নেবে না দল। একই কথা বলেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবেই মানুষের পক্ষে ক্ষতিকর এমন কোনও কাজ করলে, মানুষকে ঠকালে দল কোনওভাবেই কাউকে সমর্থন করবে না।’’
আরও পড়ুন- Anubrata Mondal: 'চড়াম চড়াম' থেকে 'গুড় বাতাসা, 'শুঁটিয়ে লাল', বঙ্গ রাজনীতিতে হিট একের পর এক 'অনু'কথন
পাশাপাশি, সাংবাদিক বৈঠকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন চন্দ্রিমা। তিনি জানান, কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষ আচরণ করা উচিত নয়। তবে অনুব্রতর পক্ষে না বললেও তাঁকে দলের কোনও দায়িত্ব থেকে যে এখনই সরানো হচ্ছে না তা স্পষ্ট করে দেন চন্দ্রিমা। সেই সঙ্গে বলেন, ‘‘সিবিআই ও ইডি নিরপেক্ষ চেহারা না দেখানোর জন্য শুক্র ও শনিবার দলের ছাত্র ও যুব সংগঠন জেলায় জেলায় বিক্ষোভ দেখাবে।’’