ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মগরাহাট। প্রকাশ্যে কুপিয়ে খুন তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে। নিহতের নাম মইমুর ঘরামি ওরফে ময়না। বয়স ৪০। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। জানা গিয়েছে, ওই ব্যক্তি মগরাহাটের অর্জুনপুরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, মগরাহাটের ২ নম্বর ব্লকের অর্জুনপুরের পূর্বগ্রাম এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই তাঁকে কোপানো হয়।
আরও পড়ুন: নাকাশিপাড়ায় নির্দল সমর্থককে কুপিয়ে খুন দুষ্কৃতীদের, অভিযোগ ওড়াল তৃণমূল
মইমুরের সঙ্গে আক্রান্ত হন তাঁর সঙ্গী শাজাহান মোল্লাকেও। দুজনকেই মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে ডায়মন্ডহারবারের হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের।