তৃণমূলের 'গান্ধীগিরি'। তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের পক্ষ থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গোলাপ পাঠানো হবে বলেই খবর। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। ওই গোলাপের সঙ্গেই পাঠানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সোমবার থেকে এই কর্মসূচি নিতে চলেছে শাসক দলের ছাত্র-যুবরা।
রাজনৈতিক মহলের মতে, অভিষেক তৃণমূলের যুব শাখার দায়িত্ব পাওয়ার পর থেকেই শুভেন্দুর সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। তৃণমূলে অভিষেকের এই দ্রুত উত্থানকে মেনে নিতে পারেননি তৃণমূলের তৎকালীন দাপুটে নেতা শুভেন্দু। বিজেপিতে আসার পরে অভিষেকের সঙ্গে তাঁর বাকযুদ্ধ শুরু হয়। পরিবারতন্ত্রের কথা টেনে তৃণমূল নেত্রীকেও নানা সময় আক্রমণ করেছেন শুভেন্দু। কুণাল ঘোষের মতে, যেভাবে শুভেন্দু অভিষেককে নিয়ে লাগাতার আক্রমণ চালাচ্ছেন, তাতে এটা একটা অসুখ বলেই মনে হচ্ছে। তাই তাঁর সুস্থতা কামনা করে চিঠি দেওয়া হবে।
আর পড়ুন- Mamata Banerjee : নজরে জঙ্গলমহল, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভার দিনই জোড়া কর্মসূচি শুভেন্দু-সুকান্তর
তৃণমূল সূত্রে খবর, রাজ্যের বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনা করে বাড়িতে গোলাপ পাঠাবেন দলের ছাত্র ও যুব কর্মীরা। সঙ্গে থাকবে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূল মুখপাত্রের কথায়, ‘‘এত পরিমাণে অভিষেকের ছবি পাঠানো হবে যে ডাইনে-বাঁয়ে, এমনকি আয়নার সামনে দাঁড়ালেও অভিষেককে দেখতে পাবেন শুভেন্দু।’’