বুধবার কাঁথিতে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাই 'ঝামেলা' এড়াতে নিজেদের নির্ধারিত সভা স্থগিত রাখল যুব তৃণমূল(Contai Yuva Trinamool)। মঙ্গলবার এমনটাই জানান কাঁথি যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি(Suprakash Giri)। চলতি মাসে গোটা পূর্ব মেদিনীপুর(East Midnapore) জেলা জুড়ে তৃণমূলের 'গদ্দার হটাও' কর্মসূচি চলছে। বুধবার সেই কর্মসূচি হওয়ার কথা ছিল কাঁথিতে। কিন্তু শুভেন্দুর(Suvendu Adhikari on TMC) কর্মসূচির জেরে শেষমুহূর্তে বাতিল করা হয় জোড়াফুল শিবিরের এই কর্মসূচি।
জানা গিয়েছে, শুভেন্দুর সভাস্থলের এক কিলোমিটারের মধ্যেই তৃণমূলের(TMC-BJP Clash) সভা করার কথা ছিল। তাঁরা পুলিশের অনুমতি নিয়েছেন বলেও জানান সুপ্রকাশ গিরি। কিন্তু শুভেন্দু হাইকোর্টের(Calcutta High Court) অনুমতি নিয়ে সভা করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা সভা করার সিদ্ধান্ত থেকে করে আসেন।
আরও পড়ুন- Shibthakur Mondal:তাঁকে গলা টিপে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার অনুব্রত,কে এই শিবঠাকুর মণ্ডল?
তৃণমূল সূত্রে আরও খবর, বুধবার একই এলাকায় দু’টি সভা ঘিরে দুই রাজনৈতিক দলের কর্মীরা একই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। ফলে সংঘর্ষ-সংঘাতের সমূহ সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয় ঘাসফুল শিবির।