তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের (Anupam Dutta Murder Case) ঘটনায় অভিযুক্ত জামিন পাওয়ায় বিক্ষোভ আগরপাড়ায় । সোমবার রাতে তেঁতুলতলা এলাকায় বিটি রোড (BT Road) অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী ও সমর্থকরা । টায়ার জ্বালিয়ে, রাস্তায় বসে প্ল্যাকার্ড হাতে চলে প্রতিবাদ । সোমবারই পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত (Anupam Dutta) খুনের মূল অভিযুক্ত বাপি পণ্ডিত জামিনে মুক্তি পেয়েছে । তারপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা (TMC protests at BT road) ।
বাপি পণ্ডিত জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই রাগে-ক্ষোভে ফুঁসছিল গোটা এলাকা । রাতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনুপম দত্তের অনুগামীরা । পুলিশ ঘটনাস্থলে যায় । এদিন পুলিশকে গো ব্যাক স্লোগান দেয় তাঁরা ও অনুপম দত্ত (Anupam Dutta) খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলেন বিক্ষোভকারীরা । পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গেও তাদের বচসা শুরু হয়ে যায় । এদিকে, বিটি রোডের উপর টায়ার জ্বেলে বিক্ষোভ দেখানোয় অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা । তারপর প্রায় দেড় ঘণ্টা ধরে অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । বিক্ষোভকারীদের বক্তব্য, কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় এখনও বেশ কয়েকজন অভিযুক্ত অধরা। কিন্তু এরই মধ্যে কীভাবে অন্যতম অভিযুক্ত বাপি পণ্ডিত ছাড়া পাচ্ছে,তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা । সেইসঙ্গে জানিয়েছেন, পুলিশে তাঁরা আর ভরসা রাখতে পারছেন না । সিবিআই তদন্তের দাবি তুলেছেন অনুপম দত্তের পরিবারের লোকজন ও অনুগামীরা ।
আরও পড়ুন, Anubrata Mondal :অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গ্রেফতার বর্ধমান আদালতের আইনজীবী
চলতি বছরের মার্চ মাসেই পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্তকে পিছন থেকে গুলি করা হয়েছিল । মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে গুলি করা হয়েছিল । ওই ঘটনার পরই ইতিমধ্য়েই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল । সেই তালিকায় ছিল মূল অভিযুক্ত প্রসেনজিৎ পণ্ডিত ও তাঁর ভাই বাপি পণ্ডিত । প্রসেনজিৎ আগেই ছাড়া পেয়েছিল । পরে সোমবার জামিন পায় বাপি পণ্ডিত ।