লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির(Petro Price hike) প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল(TMC)। মঙ্গলবার বিজেপির(BJP West Bengal) রাজ্য দফতর মুরলীধর স্ট্রীটের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তৃণমূলের সোশ্যাল মিডিয়া(TMC Social Medi Cell) সেলের কর্মীরা। হাতা-খুন্তি-গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভে সামিল হন শাসকদলের কর্মীরা। শুধু তাই নয়, ৮০০টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধি(Medicine Price Hike) নিয়েও সোচ্চার হয় তৃণমূল।
এই নিয়ে গত আটদিনে সাতবার বেড়েছে জ্বালানির দাম(Petro Price Hike)। দিশেহারা মধ্যবিত্তের রক্তচাপ বাড়িয়ে এপ্রিল থেকেই অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধির(Price Rise) ঘোষণা করেছে কেন্দ্র। এর প্রতিবাদে এবার পথে নামল রাজ্যের শাসক দল তৃণমূল।
আরও পড়ুন- Petrol-Diesel price hike : মধ্যবিত্তদের চাপ বাড়িয়ে ফের মহার্ঘ জ্বালানি, আট দিনে সাত বার বাড়ল দাম
মঙ্গলবার দার্জিলিং থেকে মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, একমাসও হয়নি, উত্তর প্রদেশের(Uttar Pradesh) ভোট মিটেছে। তার মধ্যেই তেলের দাম বেড়েছে, রান্নার গ্যাসের(Domestic Gas Price Hike) দাম বেড়েছে। পাঁচদিনে পাঁচ বার তেলের দাম বেড়েছে। মমতার কথায়, ‘পাঁচ দিনে পাঁচ বার দাম বেড়েছে। এবার মানুষ কী খাবে? বিজেপি(BJP) খাবে? না দিল্লির লাড্ডু খাবে?’