বিজেপির নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijaan) দিন পুলিশের গাড়িতে আগুন ধরানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) ছবি প্রকাশ্যে । মঙ্গলবার তৃণমূলের (TMC) তরফে তাদের টুইটার হ্যান্ডেলে এই ছবি প্রকাশ করা হয়েছে । যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি editorji বাংলা । ছবি প্রকাশ করার পাশাপাশি, নবান্ন অভিযানে বাংলায় অশান্তি তৈরির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করেছে তৃণমূল ।
নিশীথের সঙ্গে অভিযুক্তের ছবি প্রকাশ করে তৃণমূল প্রশ্ন তোলে এই ছবির কী ব্যাখ্যা দেবেন নিশীথ প্রামাণিক ? সেইসঙ্গে লেখা হয়েছে, " মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে এক বিজেপি কর্মীকে । একই ব্যক্তিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফটো তুলতেও দেখা গিয়েছে । অমিত শাহ এ বার কাকে দোষ দেবেন ?"
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়, উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । পুলিশ-বিজেপির খণ্ডযুদ্ধ থেকে মহাত্মা গাঁধী রোডে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে । এই ঘটনায় গাড়ি ভাঙচুর করে তাতে তেল ঢেলে আগুন লাগাতে দেখা গিয়েছে বিজেপি পতাকাধারীদের । ঘটনায় অভিজিৎ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । সেই প্রসঙ্গেই নিশীথের ছবি প্রকাশ করে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল । যদিও সূত্রের খবর, নিশীথের সঙ্গে ছবিতে যিনি রয়েছেন, তিনি দিনহাটার বিজেপি কর্মী জিতেন্দ্র মণ্ডল ।