চার পুরসভার প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে। একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মীরা। দাবি উঠেছে প্রার্থী বদলের।
আরও পড়ুন:TMC: বিধাননগরে প্রার্থী সব্যসাচী, কৃষ্ণা, শিলিগুড়িতে তৃণমূলের মুখ গৌতম দেব
বিধাননগর পুরনিগমের১ নম্বর ওয়ার্ডের ছোট গাঁথি এলাকায় বৃহস্পতিবার রাতের পরে আবার শুক্রবার সকালে বিক্ষোভ হয়। রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মীদের একাংশ জানান, তাঁরা পিনাকী নন্দীকে প্রার্থী হিসেবে মানবেন না। গণেশ রায়কে প্রার্থী করার দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা। বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় নারায়নপুর থানার পুলিশ।
একইভাবে, আসন্ন আসানসোল পুরনিগম নির্বাচনে ৫৯ নম্বর ওয়ার্ড থেকে টিকিট পাননি প্রাক্তন মেয়র পারিষদ মীর হাসিম।এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী ও সমর্থকদের একাংশ।