মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক রয়েছে (TMC organisational meeting)। দুপুর ২টো নাগাদ ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, দলের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হতে পারে ওই বৈঠকে।
আজকের বৈঠকেই রাজ্য সংগঠনের সর্বস্তরেই বদল আনতে পারেন তৃণমূল নেত্রী। ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে দলের সর্বভারতীয় সভানেত্রী মনোনীত হয়েছেন মমতা। তার পরেই গত ১২ ফেব্রুয়ারি কালীঘাটের বাসভবনে তৃণমূল নেত্রী দলের সর্বস্তরের কমিটি ভেঙে জাতীয় কর্মসমিতি ঘোষণা করেন।
তৃণমূল সূত্রের খবর, ৮ মার্চের বৈঠকেই সব শাখা সংগঠনের শীর্ষস্তরে রদবদল হতে পারে। এমনকি জেলা সভাপতি হিসেবেও উঠে আসতে পারে বেশ কিছু নতুন নেতা।