তিনি মঞ্চে থাকা মানেই সম্মোহন। কর্মী সমর্থকদের বাঁধভাঙা আবেগ। তবে বৃহস্পতিবার একুশে জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে মুড়ির বস্তা এবং প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে বিজেপিকে বিঁধলেন, সাম্প্রতিক কালের শহীদ স্মরণ সমাবেশ তেমনটা দেখেনি।
বক্তব্যের শুরু থেকে মমতার বর্শামুখে বিজেপি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছিলেন তিনি৷ মূল মঞ্চের ঠিক সামনেই কার্ডবোর্ডের তৈরি গ্যাস সিলিন্ডার নিয়ে হাজির হয়েছিলেন এক তৃণমূল কর্মী। তাঁর কাছ থেকে প্রতীকী সিলিন্ডার চেয়ে নেন মমতা। ঘাটালের সাংসদ অভিনেতা দেব এবং মুখ্যমন্ত্রী সেই সিলিন্ডার তুলে ধরেন। এরপর রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। যে তৃণমূল কর্মী ওই কার্ডবোর্ডের সিলিন্ডার নিয়ে এসেছিলেন, তাঁকে ধন্যবাদ জানান মমতা।
আরও পড়ুন: ''১০০ দিনের টাকা না পেলে দিল্লিতে গিয়ে ঘেরাও করব'', কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
এর আগে মুড়ির উপর জিএসটি বসানো নিয়ে মমতা তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। সমাবেশে আসা কর্মী সমর্থকদের থেকে মুড়ির বস্তা চেয়ে নেন তিনি। ফিরহাদ হাকিম সেই বস্তা নিয়ে আসেন মমতার কাছে। এরপর বস্তা থেকে একটি পাত্রে মুড়ি ঢালেন মুখ্যমন্ত্রী। সেই মুড়ির পাত্র হাতে নিয়ে তীব্র আক্রমণ করেন বিজেপিকে।