তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন দলের কর্মী ও সমর্থকরা। শহরের একাধিক জায়গায় তাঁদের রাত্রিবাস এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
২১ জুলাই উপলক্ষ্যে প্রস্তুতি চলছে জোর কদমে । বুধবার সকাল থেকেই দূরের জেলা থেকে তৃণমূল সমর্থকরা আসতে শুরু করেছেন কলকাতায়। ইতিমধ্যে দলের তরফে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরি এবং হাওড়ার তৃণমূলের যুব নেতা কৈলাশ মিশ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন থেকে যে সমস্ত দলীয় কর্মীরা শহিদ সমাবেশে আসছেন তাঁদের দেখভাল করছেন তাঁরা।
21st July TMC Preperation : ২১-এর প্রস্তুতি তুঙ্গে, ধর্মতলা ভরতে পারে উত্তরবঙ্গের ভিড়ে
এদিকে তুলনামূলক ভালো ফল করায় উত্তরবঙ্গ থেকে বেশি কর্মী নিয়ে আসার পরিকল্পনা রয়েছে শাসক দলের। দলীয় সূত্রে খবর হাওড়া ও শেয়ালদা গামী ট্রেনে করে তাঁদের নিয়ে আসা হচ্ছে। এছাড়াও বাসে করেও উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে আসছেন দলীয় কর্মীরা। বৃহস্পতিবারের মধ্যে দূরের জেলাগুলি থেকে সব কর্মী ও সমর্থকদের নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে বলে খবর।